Logo




শুধু তাফসিরুল কোরআন মাহফিল শুনলে হবে না, তা বাস্তব জীবনে আমল করতে হবে,.চেয়ারম্যান সবুজ।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

এম এস মাহবুব মহাস্থান থেকে শুক্রবার রাত ১০ টায় বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া(পুকুরপাড়) স্থানীয় যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন,মোঃ রফিকুল ইসলাম(এফের),বিশিষ্ট সমাজ সেবক। মাহফিলে সহসভাপতিত্ব করেন, মোঃ বোরহান উদ্দীন(বাবলু),বিশিষ্ট সমাজ সেবক। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহসভাপতি সদর উপজেলা আওয়ামীলীগ ও গোকুল ইউনিয়ন পরিষদের সস্মানিত চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। এসময় তিনি বলেন,শুধু তাফসিরুল কোরআন মাহফিল শুনলে হবে না, তা বাস্তব জীবনে আমল করতে হবে,এবং কোরঅান হাদিস বেশি বেশি জানতে হবে, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান উদ্যোক্তা হচ্ছে যুবকেরা,তোমাদের আমি একটা কথাই বলতে চাই, তোমরা মাদক থেকে বিরত থাকবা,আমি তোমাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম সুফি, ইঞ্জিনিয়ার। মোঃ সৌরভ হোসেন,চাকুরীজীবী। মোঃ জাহিদুল ইসলাম রুবেল,মোঃ আব্দুর রউফ রিপন। মাহফিল পরিচালনা করেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও বাঘোপাড়া মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ ইসরাইল হোসেন।এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com