Logo




গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

ওবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এ নির্বাচনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইফুল আলম সাকা, নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বাবু ও মো. নওশের আলম, নির্বাচন কমিশনের সচিব ছিলেন ইউএলও পাভেল রহমান। রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২২ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পদাধিকার বলে মো. আতাউর রহমান সরকার আতা পুনঃরায় রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান শাহ্ মাইনুল ইসলাম শিল্পু, সেক্রেটারী রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ফরহাদ রাব্বি, জিয়াউর রহমান হেনরী, মো. মোজাম্মেল হক। এছাড়া ইউনিটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠনের জন্য তিন জনকে মনোনীত করা হয়। মনোনীত সদস্যরা হচ্ছেন- সুলতানা ইসলাম ডলি, শাহ্ আহসান হাবিব রাজিব ও আ.স.ম রেজাউন্নবী রাজু।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com