মাদারীপুরে স্কুলছাত্রীদেরউত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই সহপাঠীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সচেতন নাগরিক কমিটি মনে করে পুলিশের আন্তরিকতার অভাবে কমছে না এ ধরনের মত ঘটনা। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কোনো কর্মকর্তা।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ ডিসেম্বর) দুপরে বার্ষিক পরীক্ষা শেষে মাদারীপুর সদরের অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে হেঁটে বাড়ি ফিরছিলো। মাঝপথে সিদ্ধিখোলায় পৌঁছালে ইজিবাইকযোগে পথরোধ করে একদল বখাটে। এ সময় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করতে শুরু করে তারা। এতে বাধা দিলে বখাটের সাথে বিদ্যালয়ের অন্য সহপাঠীদের হাতাহাতি হয়। একপর্যায়ে বখাটেদের সাথে থাকা ছুরি দিয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শফিকুল ও আরমানকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, এ ঘটনায় অংশ নেয় রনি, আশিক, রানা, জাহিদ, জুবরান, রাজীবসহ বেশ কয়েকজন বখাটে। ঘটনার পর থেকে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে শিক্ষার্থীরা।পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে তারা।জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ মনে করেন, পুলিশ এ ব্যাপারে নজরদারি বাড়ালে বখাটেরা স্কুলছাত্রীদের হয়রানি করার সাহস পাবে না।এ ঘটনায় বখাটেদের কাজে ব্যবহৃত ইজিবাইকটি ভাঙচুর করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে, খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।