এমএস মাহবুবঃ মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় বগুড়া সদরের গোকুল ছোট সরলপুর মধ্যপাড়া গ্রামে স্থানীয় ফুটন্ত গোলাপ যুব সংঘের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলহাজ্ব আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। তিনি বলেন,ইসলাম শান্তির ধর্ম,সকল মুসলমান নর-নারীকে কোরআন ও হাসিদের আলোকে জীবন পরিচালিত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদমুহা সরলপুর সমাজ কল্যান সংস্থার সভাপতি সমাজ সেবক সিরাজুল ইসলাম বাবু,স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক সার্ভেয়ার,সমাজ সেবক দেলোয়ার হোসেন,হাফিজুর রহমান,শাহজাহান আলী,সিরাজুল ইসলাম,আলহাজ্ব শাহাদৎ হোসেন,ইউসুফ আলী,হারুন অর রশিদ,মিলন,মানিক,আব্দুল গাফফার,শাহিন,আনোয়ার,আরিফ,মামুন,জাকির হোসেন,সোহেল রানা প্রমুখ। মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, বিশিষ্ট আলোচক ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন,আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুস ছালাম, খতিব ও পেশ ইমাম দক্ষিণ বগুড়া,গোরস্থান বায়তুর রহম(ভাই পাগলা মাজার)জামে মসজিদ,ঠনঠনিয়া,বগুড়া। এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!