এস আই সুমনঃ মহাস্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো মারতুলের আঘাতে গুরুত্বর আহত ১,স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। এলাকাবাসী জানান, বুধবার দুপুরে মহাস্থান গ্রামের জালাল প্রাং এর ছেলে জাহিদুল ইসলাম প্রাং(৪০) এর কাছে একই এলাকার বাবু মিয়ার পুত্র রানা মিয়া (৩০) পানি সেচের প্লাষ্টিকের পাইপ চাইতে গেলে দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রানা মিয়া ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছোট একটি ধারালো মারতুল দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য বগুড়ার ঠেঙ্গামারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করে দেয়,বর্তমানে তার অবস্থা আশংকাজনক ও কান দিয় রক্ত ঝড়ছে। তাৎক্ষনিক সংবাদ পেয়ে রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি ঘটনাস্থলে আসেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দেওয়ার পরামর্শ দেন এবং উভয় পরিবারকে শান্ত থাকার আহ্বান জানান।