Logo




সদরে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যােগে ২য় তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

এমএস মাহবুব : বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া সদর বুজুরুগ মাঝিড়া পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যােগে ২য় তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল সভাপতিত্ব করেন, আলহাজ্ব আব্দুল আজিজ প্রাং, সভাপতি,বুজুরুগ মাঝিড়া কেন্দ্রিয় জামে মসজিদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইঞ্জিঃ মোঃ জুলফিকার আবু নাছের আপেল মাহমুদ,সাবেক চেয়ারম্যান, ১০নং লাহিড়ীপাড়া ইউ.পি.বগুড়া। এসময় তিনি বলেন,তাফসিরুল কোরঅান মাহফিল থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি,তাফসিরুল কোরআন মাহফিল শুনে কেউ না কেউ হেদায়ত লাভ করেন,আল্লাহ পাক সেই ব্যক্তিকে সতেজ, ও সমুজ্জ্বল রাখেন, যে ব্যক্তি তাফসিরুল কোরঅান মাহফিলে বসে তাফসির শুনেন, সংরক্ষণ করেন এবং অপরজনের নিকট তা পৌঁছে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোঃ আজাহারুল হান্নান রিপু,সভাপতি লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। মোঃ ইউনুছ আলী, প্রধান শিক্ষক রোকনগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। মোঃ আলী হাসান (রাজু), ভাই ভাই সোপা হাউজ চন্ডিহারা। আলহাজ্ব মোঃ আব্দুল বাসেদ, সভাপতি মহাস্থান প্রেস ক্লাব। এস আই সুমন মোঃ ওমর ফারুক, ইসরাফিল বস্ত্র বিতান মহাস্থান। মোঃ ইমরান হোসেন বিলাস, বিশিষ্ট ব্যবসায়ী,মহাস্থান। মাহফিলে প্রধান মেহমান হিসাবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন, কারী হযরত মাওঃ জুলফিকার আলী জিহাদী,সাতক্ষিরা। ২য় বক্তা হিসাবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরঅান হযরত মাওঃ মোঃ আব্দুর রশীদ ফারুকী, উত্তর বগুড়া। মাহফিলে সার্বিক সহযোগীতায় আইয়ুব হাসান,সভাপতি রোকনগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যুগ্ম সাধারণ ১০ নং লাহিড়ী পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com