Logo




বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ সংস্করণ ‘বঙ্গবন্ধু বিপিএল’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

রোববার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন ঘোষণার পরপরই সম্পূর্ণ স্টেডিয়াম জুড়ে আতশবাজি প্রদর্শন হয়। এ সময় শেখ হাসিনা বঙ্গব্ন্ধু বিপিএলের সফলতা কামনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।ভারতের শিল্পী সনু নিগম ও কৈলাশ খেরের পারফরম্যান্সের পর মঞ্চ মাতাবেন সালমান ও ক্যাটরিনা।এর আগে বিকেল ৫টায় স্থানীয় শিল্পীদের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। যেখানে রকস্টার জেমস ও মমতাজ পারফর্ম করেন।আগামী ১১ ডিসেম্বর মিরপুরে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে সিলেট থান্ডারের।মোট সাতটি দলের অংশগ্রহণে এবারের বিশেষ সংস্করণ অনুষ্ঠিত হবে। দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওরিয়র্স, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স এবং সিলেট থান্ডার।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com