সামাজিক যোগাযোগ মাধ্যমে পেঁয়াজ নিয়ে সংকটের খবর ব্যাপক হইচই ফেলেছে। এ নিয়ে হচ্ছে নানা ধরণের ট্রল। বাংলাদেশের পাশাপাশি এই সংকট ভারতেও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সেখানেও চলছে নানা রসিকতা। এবার স্ত্রী টুইঙ্কেল খান্নাকে পেঁয়াজের কানের দুল উপহার দিয়ে এই কাতারে যোগ দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।স্বামী অক্ষয়ের দেওয়া কানের দুলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শো থেকে ফিরে আমাকে বলল, ‘কারিনা কাপুরকে এই দুল দেখিয়েছে। আমার মনে হয়, কারিনার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি।’অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘গুড নিউজ’। এতে দীর্ঘদিন একসঙ্গে জুটি বাঁধলেন কারিনা কাপুরের সঙ্গে। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে এই জুটিকে। রাজ মেহতা পরিচালিত এ সিনেমা আগামী ২৭ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।