স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগনেতা জিয়াউল হক জুয়েলের ওপর হামলাকারী আ’লীগনেতা মোরশেদুল আলম হিরুর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আসামীরা বগুড়ার নি¤œ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত অন্য আসামীদের জামিন মঞ্জুর করে মোরশেদুল আলম হিরুকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।প্রসঙ্গত,আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলার বনানী সুলতানগঞ্জ হাটে প্রকাশ্যে ধারলো অস্ত্র নিয়ে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের ওপর হামলা চালানো হয়। এতে জুয়েল গুরুতর আহত হন। এই হামলার নেতৃত্ব দেন বগুড়া শহরের ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোরশেদুল আলম হিরু। পরদিন ৮ অক্টোবর জুয়েলের পিতা মো. জিল্লুর রহমান বাদী হয়ে মোরশেদুল আলম হিরুকে প্রধান আসামী করে মোট পাঁচজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইজহারুল ইসলাম জিহাদ জানান, মোরশেদুল আলম হিরু একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি এলাকায় ‘কানকাটা হিরু’ নামে পরিচিত।