Logo




গাইবান্ধায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পুলিশের বাধা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

ওবাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে গাইবান্ধা জেলা যুবদল ও স্বেচ্ছাসবক দলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বিএনপি অফিসের সামনে থেকে বের করার সময় পুলিশ বাঁধা দেয়। পরে নেতা কর্মীরা বিএনপির অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সদর বিএনপির আহবায়ক ওমর ফারুক সেলু, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান সেলিম জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্ট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাক শাহজালাল সরকার খোকন, যুবদলের জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহেদুন নবী তিমু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোশফেকুর রহমান রিপন, সহ সভাপতি আব্দুর রহমান, আহমেদ কবির শাহিন, মোঃ জাকিরুর ইসলাম, ইউনুস আলী দুখু, খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা, শাহারুল ইসলাম, হাসানুল ইসলাম রিপন, চিশতী তৌহিদ সৌরভ, জাহিদ হাসান সবুজ, সোয়েব হক্কানী, রিয়াল, আল মামুনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। বক্তারা বলেন, বেগম জিয়া মুক্তি নিয়ে সরকারে নীল নকশা আর মেনে নেওয়া যাবে না। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com