এস আই সুমনঃ শুক্রবার রাতে বগুড়া সদরের গোকুল দক্ষিন পাড়া স্থানীয় যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন,হযরত মাওঃ মোঃ মফিজুর রহমান খোকা,উত্তর চব্বিশ পরগোনা,বশিরাত ভারত। ২য় বক্তাঃ আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান,খতিব,মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ সাজেদুল ইসলাম সুজন। সমাজ সেবক এবিএম মিলনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাওঃ মিজানুর রহমান,আয়োজক কমিটির সদস্য নান্নু মিয়া,মামুন,আলী আজম,হারুন,মিষ্টার,মানিক,রিপন,নাসির,রতু,রহিম বাদশা,রানা,জাহিদুল,ছাব্বির,আনোয়ার,নিয়ন,বিপুল,আবু সাঈদ,আমিনুর রহমান প্রমুখ। শেষে দেশ জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।