এস আই সুমনঃ শুক্রবার রাতে বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া স্থানীয় যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় জিন্নাতিয়া হাফেজিয়া মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়া ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি, বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির ধর্মীয় সম্পাদক মোঃ রাসেল মন্ডল।তিনি বলেন, ইসলাম এসেছে মানবতাকে মুক্তির পথ দেখাতে। তাই যুগে যুগে আল্লাহ নবী রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছে মানুষকে সহজ ও সরল পথে পরিচালনার জন্য। শুধু তাফসির মাহফিল শুনলেই হবে না তা আমল করে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই পরকালে জান্নাত পাওয়া সম্ভব। সমাজ সেবক আলহাজ্ব ওসমান আলীর সহ-সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদিক ইলেকট্রনিক ঠেঙ্গামারা বগুড়ার প্রোপাইটার মোঃ মেহেদী হাসান আদম,সমাজ সেবক আবুল ফাত্তাহ সোহেল,ইসরাইল হোসেন সহ আয়োজক কমিটির যুব সমাজের নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন গাংনগর দ্বিমুখি দাখিল মাদ্রাসা,শিবগঞ্জ, বগুড়ার সুপার মাওঃ মোঃ আব্দুল ওয়াহাব,২য় বক্তাঃ হাফেজ ক্বারী হযরত মাওম মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিক,ঢাকা,৩য় বক্তাঃ বাঘোপাড়া পুরাতন জামে মসজিদের খতিব হযরত মাওঃ মুফতী মোঃ আব্দুল হাই আল হাবিবী সাহেব। মাহফিল শেষে দেশ জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।