এমএস মাহবুব ঃ মঙ্গলবার বগুড়া সদর শেখেরকোলা ইউনিয়নে নূরুইল দক্ষিণ পাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ৭ম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব হযরত আলী প্রাং এর সভাপতিত্বে মাহফিলে সহসভাপতিত্ব করেন মোঃ বাবলু পাইকাড়, মোজ্জেম, নূরুইল দক্ষিণ পাড়া জামে মসজিদ। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জনাব মোঃ আবু সুফিয়ান সফিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ বগুড়া সদর, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখা,বগুড়া। এসময়ে তিনি বলেন, সকলকে কোরঅান হাদিস মেনে চলতে হবে,শুধু তাফসিরুল কোরঅান মাহফিল শুনলে হবে না তা বাস্তব জীবনে আমল করতে হবে। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন, প্রভাষক জনাব কামরুল হাসান ডালিম, চেয়ারম্যান ৭নং শেখেরকোলা ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া। তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক, ব্যভিচার, সামাজিক অনাচার বন্ধে ধর্মীয় বিধান ও রাষ্ট্রের বিধানে খুব পার্থক্য নেই। সুতরাং, নামাজ,রোজা,হজ্ব,যাকাত কায়েমের সাথে যৌতুক প্রথা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক সন্ত্রাস বন্ধে প্রত্যেক মানুষকে ভুমিকা রাখতে হবে। মুজিব বর্ষ উদযাপনে শেখেরকোলা ইউনিয়ন পরিষদ সরকারের ছোট্ট একটি আইন কার্যকরের সিদ্ধান্ত গ্রহন করেছে। ১৯’আগষ্ট-২০২০ খ্রি. হতে শেখেরকোলা ইউনিয়নে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ আইন কার্যকর করতে জনসাধারণ ও প্রশাসনের সর্বোচ্চ সহযোগীতা কামনা করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান আলী ধলু, সাবেক চেয়ারম্যান ৭নং শেখেরকোলা ইউ’পি। মোঃ জহুরুল ইসলাম, মেম্বার শেখেরকোলা ইউ’পি। মোঃ জালাল উদ্দীন, মোঃ আহসান হাবিব। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন, হযরত মাওঃ মুহাদ্দিস আহমদ আলী, এম.এ ফাস্ট ক্লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা। দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির পেশ করেন, হযরত মাওঃ মোঃ আব্দুর রশিদ ফারুকী, নূরুইল দক্ষিণ পাড়া পেশ ইমাম ও খতিব ভান্ডার পাইকা ঈদগাহ মাঠ ও সদস্য কোরঅান রিচার্জ, ঢাকা। মাহফিল পরিচালনা করেন, মোঃ আব্দুল রাজ্জাক, নূরুইল দক্ষিণ পাড়া,শেখেরকোলা,বগুড়া। সার্বিক ব্যবস্থাপনায়, মোঃ মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা,শেখেরকোলা,বগুড়া। এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসলিগণ! মাহফিলে আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়!