স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার নয়মাইল জামালপুর মধ্যপাড়া গ্রামের এরফান আলীর ছেলে।২০১৩-১৪ ইং সালে তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা দায়ের হয়। তৎকালীন সময়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে ক্ষমতাশীনদলের স্থানীয় নেতাদের অভিযোগ।অভিযোগ রয়েছে, ফিরোজ আহম্মেদ স্বেচ্ছাসেবকলীগে যোগদান করার পরেও স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে জামায়াত-বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে গোপন আঁতাত রেখেছেন।উপজেলার নয়মাইল এলাকায় ‘ দক্ষিণ বগুড়া নয়মাইল বন্দর উন্নয়ন সংগঠন’ নামে একটি সংগঠন গড়ে তোলেন তিনি। সংগঠনটির সভাপতি তিনি। এই সংগঠনের নামে এলাকায় চাঁদাবাজি, জমিদখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।এ সব বিষয়ে কথা বলতে ফিরোজ আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, ফিরোজের নামে একাধিক নাশকতা মামলা রয়েছে এ বিষয়টি তার জানা ছিল না। জানার পর বর্তমানে ওই কমিটি স্ট্রে করে দেওয়া হয়েছে। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।