ডাকসুতে হামলার শিকার হওয়া ভিপি নুরসহ ঢামেকে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা গুরুতর নয়। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুয়েকজনের এক্সরে, ইসিজি করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের উপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি ডাকসুতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠে।এ ঘটনায় নূরসহ অন্তত ২০জন শিক্ষার্থী আহত হন। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের ঢামেকে নিয়ে যাওয়া হয়।তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, আহত অবস্থায় ১৫-২০ জনের মতো শিক্ষার্থী এখন পর্যন্ত হাসপাতালে এসেছেন। সবারই কিল-ঘুষি এবং লাঠির আঘাত। কারো শরীরে কোনো ধারালো অস্ত্রের আঘাত নেই।তিনি বলেন, সবাইকে অবজার্ভেশনে রাখা হয়েছে। হাড় ভেঙে যাওয়ার মতো যারা অনুভব করছেন তাদের এক্সরে, ইসিজি করে দেখা হচ্ছে। মনে হচ্ছে না কাউকে ভর্তি করা লাগবে।আহতরা জানান, তারা ভিপি নুর-সহ ডাকসু ভবনের ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। তখন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা তাদের উপর লাঠিসোটা, রড নিয়ে হামলা করে। এরপর রুমের দরজা বন্ধ করে দেয়। পরে এক এক করে বের করে পিটিয়ে আহত করে ছেড়ে দেয়।