Logo




কোরআন ও হাদিসকে অনুস্বরন করলেই ইহকাল ও পরকালে নাজাত পাওয়া যাবে …চেয়ারম্যানঃ সবুজ সরকার

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

 এস আই সুমনঃ রবিবার রাত ৯ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী তালিমুল কোরআন কওমী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে ৫ম তম অধিবেশন বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। তিনি বলেন, কোরআনের আদেশ ও নিষেধ মেনে চললেই নিজেদের পরিবারে ও সমাজে শান্তি আসবে এবং ইহকাল ও পরকালে নাজাত পাওয়া যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ মানুষকে সকল অন্যায় কাজ থেকে দুরে রাখে। সমাজের উন্নয়নের জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। মাদ্রাসার লিল্লাহ বোডিং এ যারা থেকে খেয়ে পড়া লেখা ও হেফজ করে তাদের প্রতি আমাদের সহানুভুতির সহিত দেখভাল করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য ছালামত আলী, প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন আলহাজ্ব মুফতি বজলুর রশিদ মিঞা, কাহালু, বগুড়া। ২য় বক্তা হাফেজ মাওঃ শাহজালাল, নওগাঁ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী পল্টু,অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান,বাবলু মন্ডল,বশির উদ্দিন বুলু মুকুল,মজনু মিয়া, পিয়াস, সাজু, রাকিব, পুটু, রাশেদুল, হবিবর, আব্দুল, রফিকুল, রুবেল, আশাদুল, মিষ্টার, উজ্জল, সোহাগ, শামীম, দেলোয়ার, নিঝুম,মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। ওয়াজ মাহফিল শেষে দেশ জাতীর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করা হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com