Logo




গাইবান্ধায় সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভর্তি না করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

 ওবাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার : হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজে ভর্তি না করার প্রতিবাদে সোমবার (২৩ডিসেম্বর) শিশু-কিশোর মেলার আয়োজনে জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিশু-কিশোর মেলার জেলা সংগঠক মাসুদা আকতারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, হরিজন সম্প্রদায় সংগঠনের জেলা সভাপতি কীর্তন বাসফোর, প্রদীপ বাসফোর, শিক্ষার্থী কাজল রাণী, শান্তনা রাণী প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সংবিধানে সকল নাগরিকদের মধ্যকার সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অথচ হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি নেয়া হচ্ছে না। শিক্ষা মানবিক মৌলিক অধিকার, এখান থেকে কাউকে বঞ্চিত করা মানে সংবিধানকে লংঘন করা। তাই অবিলম্বে হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্কুলে ভর্তি নিশ্চিত করার আহবান এবং সেইসাথে স্কুল কর্তৃপক্ষের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। আগামী দিনে হরিজন সম্প্রদায়ের সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com