Logo




চুয়াডাঙ্গা কুয়াশা ঘেরা , থেমে নেই কর্মজীবী মানুষ।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ইয়াছিন আরাফাত,দামুড়হুদাঃ সকালটা শুরু হল কোয়াশা ঘেরা আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যো দিয়ে। ২৬ শে ডিসেম্বর  সূর্য গ্রহণের ঠিক আগেই যেন বৃষ্টির আলতো ছোয়া দিয়ে গেল চুয়াডাঙ্গার দামুড়হুদায়।বৃষ্টি আর কোয়াশায় থেমে নেই কর্মজীবী মানুষের জীবন। বৃষ্টি-কোয়াশা ভেদ করে নিজ কর্মস্থলে যায় কর্মজীবী মানুষ।জীবিকার তাগীদে গর ছাড়তে হয় এসব মানুষের। দিন শেষে মুজুরী দিয়েই চলে তাদের সংশার। হাসি ফুটায় পরিবারের সদস্যদের মুখে। এ যেন ক্লান্তিহীন জীবণ।এদিকে সকাল থেকে রোদের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টি আর কোয়াশা নিয়েই সকালটা পার করেছে গ্রাম্য মানুষ।দুপুর ১ টার দিকে সূর্য মামার দেখা মিললেও আবার কোয়াশায় ঢেকে যায় পুরো আকাশ। সারাদিন আবছা আলো আর কুয়াশা নিয়েই পার করছে কর্ম ব্যাস্ত মানুষ। সকলে চেয়ে আছে এক ফালি রোদের অপেক্ষায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চুয়াডাঙ্গায় আজ সূর্য গ্রহণ শুরু হয়েছে সকাল ৯ টা ৫ মি. ৪২ সেকেন্ডে এবং শেষ হয়েছে ১২ টা ৮মি. ৬ সেকেন্ডে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com