এস আই সুমন গতকাল সন্ধায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশিবদনী হালিমা হাফেজিয়া মাদ্রসায় ইউপি চেয়ারম্যান আলিম উদ্দীন মন্ডল কতৃক মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বিজয়, অত্র মাদ্রসার মহতামীম হাফেজ এমরান হোসেন, হাফেজ আনোয়ার হোসেন প্রমুখ।