এস আই সুমনঃ বগুড়ায় ইয়ুথ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোম্যাক এলপিজি লিমিটেড এর প্রিয়জন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে বগুড়া টিএমএমএসএস হোটেল মমইন এর কনভেনশন সেন্টারে দিনব্যাপি নানান আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার ২৫০ জন পরিবেশকদের নিয়ে এ সম্মেলন ও মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পেট্রোম্যাক এলপিজি লিঃ এর সিওও ফিরোজ আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান মোঃ রেজ্জাকুল হায়দার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেট্রোম্যাক এলপিজি লিঃ এর পরিচালক মোঃ আজগর হায়দার, মোঃ ফয়সাল আলম, মোঃ নাফিস কামাল, বরিশালের পরিবেশক দেলোয়ারুল আজম, ফেনির পরিবেশক মোঃ সানাউল্লাহ ফয়সাল, ঢাকা বাড্ডার পরিবেশক খন্দকার এরশাদ জাহান, ঢাকা কেরানীগঞ্জ এর পরিবেশক মোঃ সুলেমান জামান, বগুড়ার পরিবেশক মোছাঃ নিলুফা ইয়াসমিন এবং চাঁপাই এর পরিবেশক আকবর হোসেন প্রমুখ। শেষে আগত অতিথিদের জন্য র্যাফল ড্র এবং বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিন মিশু।