এস আই সুমনঃ বগুড়া সহ সারা দেশের সকল ব্যাংক কর্তৃপক্ষদের উচিৎ শীতার্ত অসহায় গরীবদের পাশে এসে তাদের শীত নিবারণের জন্য পাশে দাঁড়ানো। রবিবার বিকালে বগুড়া সদরের মানিক চক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাংক এশিয়া বগুড়া শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি,ব্যাংক এশিয়ার এভিপি ও বগুড়া শাখা প্রধান বন্দে আলী রতন মিয়া,খলিলুর রহমান,এসএম আইয়ুব আলী, সহিদুল ইসলাম, লুৎফর রহমান মিন্টু, আনোয়ার হোসেন, প্রভাষক জাকারিয়া পারভেজ,নুর মোহাম্মাদ টুটুল,মিলন রহমান মিলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এবিএম সিদ্দাক,এম ভিপি শামীম ইকবাল প্রমুখ।