এস আই সুমনঃ বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম এএসআই নুরে আলম এএসআই আহসান এটিএসআই নাসিম এটি এসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় অদ্য ০৭/০১/২০২০ তারিখ মঙ্গলবার সকাল সোয়া ১০ টায় বগুড়া সদর থানাধীন জহুরুল নগর লাইট হাউজের পেছনে হিরক মহল ছাত্রাবাসের উত্তর পূর্ব কর্নারে রুমের মধ্য থেকে মাদক ব্যবসায়ী রানা আহম্মেদ (২৬) পিতা মোঃ শফিক আহম্মেদ সাং কুড়ি পাড়া, থানা, শিবগঞ্জ, জেলা বগুড়া ও সাব্বির হোসেন(২০) পিতা মৃত নুর আলম, পিতা মোঃ এনামুল মাতা সালমা বেগম সাং পালনকুড়ি থানা আদমদিঘী জেলা বগুড়াদ্বয়ের হেফাজত হইতে ৩২ পিচ্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য ০৭/০১/২০২০ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান।