এস আই সুমনঃ মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ রজনীগন্ধা হলরুমে উপজেলা পরিচালনায় ও উন্নয়ন প্রকল্প নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহাদুজ্জামান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল মহিলা ভাইস-চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, উপজেলা কৃষি অফিসার এনামুল হক উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টার্নেশনাল অপারেশন এজেন্সি জাইকা।