যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন শাহনেওয়াজ শাওনকে সভাপতি ও সময় টেলিভিশনের ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবি কে সাধারণ সম্পাদক করে বগুড়া টেলিভিশন ক্যামেরাপারসন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের জ্বলেশ্বরীতলা এলাকার এক হোটেলে এটিএন নিউজের ক্যামেরাপারসন ও বিদায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।বাংলাভিশনের ক্যামেরাপারসন ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন। পরে পরবর্তী দুই বছরের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মতিউর রহমান মতি (বাংলাভিশন), যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম বাবু (ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ আব্দুল বারী মামুন (বৈশাখী টেলিভিশন), কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম শফিক (এটিএন নিউজ), আজিজুল হাকিম রুমন (এটিএন বাংলা) ও মুক্তার শেখ (আরটিভি)।