দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা রেল ইয়ার্ড এলাকা থেকে ইয়াবা সহ ১ জনকে আটক করেছে ।পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানা পুলিশ শুক্রবার (১০-০১-২০২০) দর্শনা রেল ইয়ার্ডে রাত ৭ টার সময় মাদক বিরোধী অভিজান চালায় ।এসময় শাহারুল ইসলাম(২৮) নামের এক যুবককে ৫ পিচ ইয়া সহ গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত শাহারুল ইসলাম পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের লুৎফর আলির ছেলে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে থানার এসআই রাম প্রসাদ,পিএসআই মাহমুদুল,এএসআই রমেন সরকার সঙ্গীয় ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা রেল ইয়াডে অভিযান চালিয়ে উপজেলার দর্শনা ছয়ঘরিয়া গ্রামের লুৎফর আলীর ছেলেকে ৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। আটককৃত শাহারুলের বিরুদ্ধে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।আটকৃত শাহারুলকে শনিবার আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ।