ওবাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ির হরিনাবাড়ি ও সদর উপজেলার রাচন্দ্রপুরের প্রায় ১২ হাজার দুস্থ, অসহায় এবং প্রতিবন্ধি ব্যাক্তির মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মাজেদার রহমান দুলু এর উদ্দ্যোগে ও ব্যাংক এশিয়ার সৌজন্য দিনব্যাপী এসব কম্বল বিতরন করা হয়। সকালে পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি কলেজ মাঠে কম্বল বিতরনের উদ্ধোধন করেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ মাজেদার রহমান দুলু। পরে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের এ আর বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের অটিজম শিক্ষার্থীদের এবং কৃঞ্চপুরের দুস্থ, অসহায় এবং প্রতিবন্ধি ব্যাক্তিদের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।