গাইবান্ধা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদপ্তর চাইল্ড সেন সেনসেটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর ওরিয়েন্টেশন ২০২০ অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার প্রসূন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় আজ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ সমঝোতা সম্মেলন কক্ষে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন বি হোসাইন প্রমুখ।