দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর মাইক এন্ড ডেকোরেটরের উদ্যোগে দশর্না পৌর ইকো পার্কে ৫ম বর্ষপূর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধা ০৭ টার সময় দেশত্ববোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়েছে।দর্শকের সমাগম উপস্থিতিতে গান পরিবেশন করলেন দেশ বরেণ্য কুষ্টিয়ার লালন শিল্পীরা।গান গেয়ে সকল দর্শকের মন জয় করে নিলেন দেশ বরেণ্য কুষ্টিয়ার লালন শিল্পিরা। দর্শকরাও আনন্দ উপভোগ করলেন দেশবরেণ্য শিল্পিদের গান শুনে। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব আ. হান্নান ছোট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি জনাব হযরত আলী, সহ-সভাপতি জনাব সোলায়মান কবির, রামনগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম এ ফয়সাল ও দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ রেজাউল ইসলাম সহ দর্শনা মাইক এন্ড ডেকোরেটর শ্রমিক সংগঠনের সকল সদস্যবৃন্দ।