গাইবান্ধা প্রতিনিধি : “নিরাপদ চিকিৎসা চাই” জেলা শাখার উদ্দ্যোগে গাইবান্ধা দু:স্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে শহরে ১নং ট্রাফিক মোড়, ফায়ার সার্ভিস মোড় ও আধুনিক সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকার ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরন করেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই এর গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত রুনু, সাধারন সম্পাদক মোঃ খালেদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক তপু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নির্বাহী সদস্য মারুফ হাসান বাবু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম লিপন, পিযুষ, খোকন, সজিব, মোঃ মোশাররফ হোসেন মিঠুসহ সংগঠণের সদস্যরা ৷ সংগঠনটি নির্বাহী সদস্য মোশাররফ হোসেন মিঠু জানায় সোমবার রাতে এবারের শীতে দ্বিতীয় দফায় তারা কম্বল বিতরন করেছেন এবং এই শীত বস্ত্র বিতরন শীত শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।