Logo




ট্রলারের ওপর ভেঙেপড়ল ব্রিজ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

 

 

বেড়ের ধন নদীতে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলার সংযোগ ব্রিজটি একটি ট্রলারের ওপর ভেঙে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকেব্রিজটি ভেঙে পড়ে। এতে মালামাল ভর্তি ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা লোকজন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হন ছয়জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। হতাহতদের বেশির ভাগই কিশোর। জানা গেছে, মালামাল ভর্তি ট্রলারটি নৌপথে আসার সময় সন্ধ্যা ঘনিয়ে এলে অসাবধানতাবশত ব্রিজটির আয়রণ খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ফলে মুহূর্তের মধ্যেই ব্রিজটি ভেঙে পড়ে ট্রলারের ওপর। লোকজন ও মালামালসহ ট্রলারটি ডুবে যায়। স্থানীয় সূত্র জানায়, ব্রিজটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থায় বিপাকে পড়েছেন দুই পাড়ের মানুষ। দুই পাড়ে বসবাসরত বাসিন্দারা বলেন, বহুদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। আয়রনের খুঁটি ভেঙে যাওয়ার ফলে দেবে যায় ব্রিজটি। ভারী যান চলাচলে অযোগ্য হলেও লোকজন চলাচল করতে পারত। এখন ব্রিজটি ভেঙে যাওয়ায় নৌপথ ও সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।ট্রলারটির মালিক আহত মো. সালাউদ্দিন বলেন, এলাকার ধান ক্রয় করে যাওয়ার পথে সন্ধ্যা ঘনিয়ে এলে কুয়াশার জন্য ট্রলারচালক ব্রিজের খুঁটি দেখতে না পেয়ে দুর্ঘটনাটি ঘটে। ভাঙা ব্রিজের নিচ থেকে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com