আকাশ বগুড়াঃ বৃহস্পতিবার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদ্যালয় মাঠে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা আলালের সভাপতিত্বে উক্ত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ। তিনি বলেন, ভালভাবে প্রস্তুতি নিলে ভাল পরীক্ষা দেওয়া সম্ভব। শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের দোষ দিলেই হবে না, বড় বড় প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের ছাত্ররাও আজ জঙ্গীবাদে পরিণত হচ্ছে। শিক্ষক-শিক্ষিকা এবং বাবা মায়ের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বুলু মিয়া, নুনগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সমাজসেবক আব্দুল জলিল, খলিলুর রহমান সহ সকল সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।