এস আই সুমনঃ বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল পলাশবাড়ী দক্ষিনপাড়া সমাজ উন্নয়ন সংস্থা ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ৬ষ্ট অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।তিনি বলেন,ইসলাম শান্তির ধর্ম সকল মুসলমান নর-নারীকে ইসলামের আলোকে জীবন গড়তে হবে।বরেণ্য অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ পরিবহন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ছালামত আলী,আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আনার মাহমুদ বাবুল,রফিকুল ইসলাম,নজমল হোসেন,ইশান ইমতিয়াজ আরাফাত,আব্দুর রউফ,লিটন ইসলাম,উজ্জল হোসেন,একরাম,আব্দুর রাজ্জাক,ইউসুফ আলী,খোরশেদ আলম সহ আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ।প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফফাসিরে কোরআন আলহাজ্ব মুফতি মাওঃ মোঃ বজলুর রশিদ মিঞা(কাহালু,বগুড়া)।২য় বক্তাঃ মুফতি মাওঃ মোঃ এনামুল হক বিপ্লবী,ঢাকা। শেষে দেশ জাতীর কল্যান কামনা করে দোয়া করা হয়।