কুষ্টিয়ায় মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রক্ষায় এগিয়ে গেলে মাকেও কুপিয়ে জখম করে অভিযুক্ত। এ ঘটনায় অভিযুক্ত আওয়ালকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার (২৯ জানুয়ারি) সকালে সদরের হরিনারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে মাদকের টাকার জন্য স্ত্রী শাহানা বেগমকে মারধর করে মাদকাসক্ত স্বামী আওয়াল। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে। বউকে বাঁচাতে এগিয়ে এলে মা জাহানারা বেগমকেও কুপিয়ে জখম করে সে। পরে গুরুতর আহত অবস্থায় জাহানারা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শাহানা বেগমের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।