Logo




সাপাহার সীমান্তে গরু পাচার বন্ধে সকলের সহযোগীতা চেয়েছেন – ওসি আব্দুল হাই

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি, নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্ন সীমান্ত অপরাধ যাতে সংগঠিত নাহয় সেজন্য বহুমুখী পদক্ষেপ গ্রহন করেছেন সাপাহার থানা পুলিশ।যেমন গরু পাচার,মাদক, চোরাচালান প্রতিরোধ, মাদক সেবনের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা মূলক প্রচার, মাইকিং ও পথসভা করছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা গণ।তারই ধারাবাহিকতায় সাপাহার থানার আয়োজনে ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক নির্দেশনায় বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোপালপুর, সুন্দরইল, বামনপাড়া, আদাতলা, কলমুডাঙ্গা এবং হাপানিয়া সীমান্তে জনসচেতনতা মূলক মাইকিং এর মাধ্যমে প্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।সভায় বক্তব্য প্রদান করেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, এএসপি (শিক্ষানবিশ) রব্বানী হোসেন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।পথসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) স্যারের দিক র্নিদেশনায় সীমান্তে অপরাধ র্নিমূলে বহমুখী পদক্ষেপ গ্রহন করাহয়েছে। সম্প্রতিক সময়ে বাংলাদেশী গরু ব্যাবসায়ীরা ভারতের অভ্যন্তরে অনু প্রবেশ কালে (বিএসএফ)দের ছোড়া গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা প্রাই ঘটছে এটি দুক্ষজনক। ভারতে অনুপ্রবেশ কালে (বিএসএফ) দের হাতে কোন বাংলাদেশীর প্রান ঘাতীর ঘটনা যেনআর না ঘটে সাপাহার বাসীর প্রতি সীমান্তে অপরাধ, চোরাচালান, মাদক, গরু পাচার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার জন্য সবিনয়ে আহবান জানিয়েছেন (ওসি) আব্দুল হাই।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com