Logo




বগুড়ার মহাস্থানে হোটেল মৌবণ আবাসিক বোডিং এ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ পতিতা, খদ্দের সহ আটক ১০

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসষ্ট্যাণ্ড হোটেল মৌবন আবাসিক হোটেল ব্যবসার অন্তরালে বেশ কয়েকটি বোর্ডিংয়ে মিনি পতিতালয় খুলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। এসব আবাসিক হোটেল ব্যবসার নামে কয়েকটি বোর্ডিংয়ে মিনি পতিতালয় খুলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসলেও পুলিশ ও স্থানীয় প্রশাসন নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুর দেড়টায় মহাস্থান বাসষ্ট্যাণ্ড হোটেল মৌবণ আবাসিক বোর্ডিংয়ে শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম,এস আই সাহেব গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় বোর্ডিংয়ের ২য় ও ৩য় তলায় পুলিশ তল্লাশী চালিয়ে রুমের বিভিন্ন কক্ষে লুকিয়ে থাকা ৬ পতিতা ২ খদ্দের ও ম্যানেজার সহ পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো, তানিয়া (২০) পিতা পান্না হাওলাদার, থানা স্মরনখোলা বাগেরহাট, মালা খাতুন (২৫), পিতা নান্নু মিয়া, কচুকাটা শরিয়তপুর, মুন্নি আক্তার (২৫), পিতা কায়ুম শেখ, চকোরিয়া টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, কবিতা রানী (২২) পিতা দেলোয়ার হোসেন, আমিন বাজার কেরানীগঞ্জ, শারমিন আক্তার (২১), পিতা শাহাদত হোসেন, কালিতলা নওগাঁ, প্রিয়া আক্তার (২০), পিতা আজগর আলী, সাতক্ষিরা। গোবিন্দগঞ্জের বোর্ডিং ম্যানেজার নয়ন মিয়া(৩০), পিতা আবুল কাসেম, সহকারী ম্যানেজার আনিছার রহমান, খদ্দের শিবগঞ্জ থানার রহবল গ্রামের মিনহাজ উদ্দীন (২৫), সোবাহান উদ্দিন বগুড়ার হরিপুর গ্রামের শ্রী প্রিমা (২৬) পিতা শ্রী বাদল চন্দ্রদাস। এলাকাবাসী জানায়, স্থানীয় মৌবণ আবাসিক বোর্ডিং সহ আশেপাশের বেশকিছু আবাসিক বোর্ডিংয়ের নামে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছিল। ইতিপূর্বেও বেশ কয়েকবার পুলিশ মৌবণ বোর্ডিংয়ে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দের সহ হাতে নাতে ধরে থানায় নিয়ে জেলহাজতে প্রেরণ করলেও কিছুদিন বন্ধ থাকার পর অদৃশ্য ক্ষমতার জোরে বোর্ডিংটিতে আবারও অবৈধ কর্মকান্ড পুরাদমে শুরু হয়। ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতানের মাজারের পাদদেশে অবস্থিত অভিযুক্ত মৌবণ বোর্ডিংটিতে রাতদিন সমানতালে অবৈধ এসব কর্মকান্ড চললেও যেন দেখার কেউ নেই। প্রকাশ্যে এধরণের কর্মকান্ডে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসীর ক্ষোভের বহিপ্রকাশে রবিবার দুপুরে বোর্ডিংটিতে অভিযান চালিয়ে উল্লেখ্য ব্যক্তিদের আটক করে পুলিশ। এদিকে পুলিশের অভিযানের পর বোর্ডিংটি স্থায়ীভাবে বন্ধ করতে ও সিলগালা সহ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সচেতন জনতা।

আটককৃতদের উপজেলা নির্বাহী কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যকের ৭ দিনের জেল দিয়েছেন বলে শিবগঞ্জ থানা সূত্র জানান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com