Logo




গাইবান্ধায় ৭২ কেন্দ্রে ৩৪ হাজার ২২৩ পরীক্ষার্থীর এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : আজ সোমবার (৩ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এ বছর গাইবান্ধায় এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন জানান, জেলার মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪০টি কেন্দ্রে এস.এস.সি, ১১টি কেন্দ্রে দাখিল, ১৭টি কেন্দ্রে এস.এস.সি ভোকেশনাল এবং ৪টি কেন্দ্রে দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এ বছর গাইবান্ধায় এস.এস.সিতে অংশ নিচ্ছে ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী। অপরদিকে দাখিলে ৫ হাজার ২১৫ জন, এসএসসি ভোকেশনালে ২ হাজার ৭৮৯ জন এবং দাখিল ভোকেশনালে ৬৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com