Logo




বগুড়ার মোকামতলায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

 এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া- রংপুর মহাসড়কের মোকামতলার চৌকিরঘাট নামক স্থানে পাথর বোঝাই ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় নীলফামারী থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ২ যুবক নিহত হন। নিহতরা হলেন-গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওয়ানাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলাম এর পুত্র আবু হানজেলা (২৪) ও মোকামতলা ইউনিয়নের মুরাদপুর চৌকিরঘাটের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি (১৮)। এঘটনায় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি)আব্দুল কাদের জিলানী বলেন, মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে দুর্ঘটনা স্থলেই দু’জনের মৃত্যু হয়। একই এলাকায় দুই যুবকের অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com