ঢাকার ধামরাইয়ে তাপস সরকার নামে এক যুবক রাতের আধারে কলেজ ছাত্রীর রুমে প্রবেশ করে দরজা আটকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় বাড়ির লোকজন বাহির থেকে দরজা খোলার চেষ্টা করলে ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় তাপস। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে।জানা গেছে, ওই কলেজ ছাত্রী তার রুমে পড়ছিল। এসময় কুশুরা ইউনিয়নের ভেকি গাড়াইল গ্রামের আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (২২) কৌশলে তার ঘরে প্রবেশ করে দরজার আটকিয়ে দেয়। বাড়ির লোকজন টের পেয়ে বাহির থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার করে বাড়ির লোকজন। উপায় না পেয়ে কাচা ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় সে। কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানানো হয়, রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি টের পেয়ে আমরা দরজা খোলার চেষ্টা ও চিৎকার করে আমরা লোকজন জড়ো করার চেষ্টা করি। পরে দেখি ঘরের পিছন দিয়ে সিঁদ কেটে বের হয়ে গেছে তাপস।এদিকে, সকালে তাপসের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে পাশের বাড়িতে তাপসের মা বন্য সরকারকে পেয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে কিছু না বলে চলে যান।