এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ শুক্রবার রাত ১০ টায় বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশোকোলা দক্ষিনপাড়া যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ ব্যবসায়ী উজ্জল প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুনগোলা ইউপি চেয়ারম্যান মোঃ আলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুনগোলা ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম বেলাল হোসেন বিজয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব বদরুল আলমেরর প্রধান পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ইমরান খন্দকার,ফজলুল বারী,আকরাম হোসেন, সিদ্দিক,আব্দুল আজিজ প্রমুখ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরজাদা হযরত মাওঃ মোঃ এমদাদুল হক সাহেব,২য় বক্তাঃ মুহাদ্দিস তরিকুল ইসলাম বেলালী(সাতক্ষিরা) ৩য় বক্তাঃ মোঃ রাকিবুল আজম,আশোকোলা বগুড়া। শেষে দেশ জাতীর কল্যান কামনা করে মোনাজাত করা হয়।