Logo




দর্শনা সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

 মোঃ ইয়াছিন আরাফাত, দামুড়হুদা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনা সরকারি কলেজে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধণ করলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। রবিবার সকাল ১০ ঘটিকার সময় দর্শনা সরকারি কলেজ মঞ্চে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন তপু, সভাপতি মোঃ নাহিদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক জনাব মাহাফুজুর রহমান মঞ্জু। আলোচনা পর্বের শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এমপি মহোদয়। এর পর ১২ টার দিকে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উন্মচোন করেণ সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, অত্র কলেজের অধ্যাক্ষ মোঃ শহিদুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মানের চুক্তিমূল্য ৭,৪১,৬৭,৬০৮/৮৬ কোটি টাকা। কার্যদেশের তারিখ ১৭-১২-১৯ইং ও কাজ সমাপ্তির সময় ১৮ মাস। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মফিজুর রহমান, শিরাজুল ইসলাম স্যার, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আ. হান্নান ছোট ও দর্শনা সরকারি কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com