এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বগুড়া শহর শাখা উত্তর এর আওতাধীন ২নং ওয়ার্ডের বিশেষ বর্ধিত সভা ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাঈমুর রহমান সূর্যের সভাপতিত্বে সুবিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ। তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশ স্থান করে নিচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রামগুলোকে শহরের পরিনত করছে। বিদ্যুতায়ন ও শিক্ষায় দেশকে আরোও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটিয়ে মহাসড়ক গুলোকে চার লেনে রুপান্তর করছে। ফলে বাংলাদেশ দ্রুত মধ্য আয়ের দেশ উন্নতশীল দেশের তালিকার দিকে এগিয়ে যাচ্ছে। ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেব লীগের যুগ্ন সাধারন সম্পাদক রাহাত শেখের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া শহর শাখা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মশিউর রহমান মন্টি এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লিটন শেখ । আরোও উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখা উত্তর সহ-সভাপতি সাব্বির আহমেদ দোয়েল, শাহ-আলম, যুগ্ন সাধারন সম্পাদক সিরাত আকন্দ ছনি, আবু বক্কর সিদ্দিক সোহান, আল আমিন, সাংগঠনিক সম্পাদক গুলজার রহমান সাগর, সাদ্দাম হোসেন, মো: সুমন, প্রচার সম্পাদক সিহাব, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সোহানুর রহমান ছনি, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহুল, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিনহাজুর রহমান মর্ডান, আল-আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।