এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাদারতলা বাজারে হালখাতার মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মারপিটে ২ জন আহত,মুদি দোকানে হামলা,নগদ দেড় লক্ষ টাকা সহ আড়াই লক্ষ টাকা লুট, থানায় অভিযোগ দায়ের। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,বগুড়ার গাবতলী উপজেলার মধ্য কাতুলী গ্রামের আতোয়ার হোসেন আকন্দ এর ছেলে আনোয়ার হোসেন পেশায় মুদি দোকানীর ব্যবসায়ী সে প্রতিদিনের ন্যায় গত ১৫/০২/২০২০ ইং পাঁচকাতুলী মাদারতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দোকানের বকেয়া টাকা আদায়ের জন্য হালখাতার মাইক বাজাইতে ছিলেন, সন্ধ্যা ৭ টার সময় হালখাতার কার্যক্রম শেষ করে টাকা গননাকালে একই উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত আফজাল হোসেনের পুত্র মিলটন(৩৫) রামেশ্বরপুর শুভ পাড়ার মৃত কলি সাকিদারের পুত্র শাহজাহান আলী (৬০) মুগলা(৬০) পিতা অজ্ঞাত, আজিম উদ্দিনের পুত্র মাফু(৪৫) সস্তস্ত্র অবস্থায় দোকানে অনাধিকার ভাবে প্রবেশ করিয়া মালিক আনোয়ার হোসেন কে বলে তুই মাইক বাজাইতেছিস কেন, উক্ত কথার প্রেক্ষিতে আনোয়ার তাদেরকে বলে হালখাতা উপলক্ষে মাইক বাজাইতেছি এই কথা বলার সাথে সাথে সকল বিবাদীগন তার দোকানের কর্মচারী আব্দুল খালেক কে এলোপাথারীভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করিয়া দোকান থেকে বাহির করিয়া দেয়, তখন আনোয়ার হোসেন বিবাদীদেরকে নিষেধ করলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করিয়া এক পর্যায়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া জখম করে বিবাদীগন দোকানের হালখাতার কালেকশন নগদ দেড় লক্ষ টাকা ও দোকানে থাকা দামী সিগারেট সহ দোকানে অন্যান্য মালামাল যার মুল্য এক লক্ষ টাকা জোরপূর্বক লুট করিয়া নিয়া বীরদর্পে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। পরে মুদি দোকানীর মালিক আনোয়ার হোসেন, মিলটনকে ১ নং আসামী করে ৪ জনকে আসামী করে গাবতলী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।