দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দর্শনার রাজপথ “স্বারাষ্ট্রমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম” এমন শ্লোগানে মুখরিত। শনিবারে স্বারাষ্ট্রমন্ত্রীর আগমনকে সাফল্যমন্ডিত করতে দামুড়হুদা উপজেলা যুবলীগ, দর্শনা পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ ও দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ শুভেচ্ছা মিছিল বের করে। মিছিলটি দর্শনা পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে দর্শনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। শুভেচ্ছা মিছিলে অংশগ্রহন করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আ.হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের নেতৃবৃন্দ, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সভাপতি নাহিদ পারভেজ, সহ-সভাপতি কামরুল হাসান লোমান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুজ্জামান রিপন,মোহাম্মদ প্রমুখ।