বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে দেশ বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে …আলহাজ্ব মজিবুর রহমান মজনু
প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে :
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
শেয়ার করুন
এস আই সুমনঃ মহাস্থান( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শুক্রবার বিকালে স্থানীয় বিদ্যালয় মাঠে জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অত্র স্মৃতি সংসদের সভাপতি ও মোকামতলা ইউপি সদস্য আবু হানি মোল্লা হানিফ এর সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে, দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার, দেশের উন্নয়ন ব্যাহত করতে বিভিন্ন অপচেষ্টা চলছে,তাই দেশ বিরোধী সকল কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে সু-সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর সভার মেয়র ও বিশিষ্ঠ সাংবাদিক তৌহিদুর রহমান মানিক,বগুড়া জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ,জেলা পরিষদ সদস্য ও মোকামতলা ইউপির সাবেক চেয়ারম্যান মারুফ রহমান মুঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলার রহমান দুলা সরদার। আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃমিজানুর রহমান,মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল,জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহিমা আকতার জাহান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহসান হাবীব সবুজ,স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হক,শাহিন শাহ,ছাত্রলীগ নেতা শাকিল,রায়হান,বাবু,মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাদৎ হোসেন,এএসআই মোবারক হোসেন সহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছা সেবকলীগ,ছাত্রলীগ ও অত্র স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ। শেষে রাতে বগুড়ার টিএমএসএস এর শিল্পী জুয়েল মাহমুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।