Logo




দর্শনা থানা শুভ উদ্বোধন করলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

 দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় দর্শনাকে ৫ নং থানা হিসেবে উদ্বোধন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন এমপি। দর্শনা থানা এ যেন দর্শনার অনেক সাধনার ফল। দর্শনা বাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল দর্শনা থানা উদ্বোধনের মধ্য দিয়ে। থানা উদ্বোধনের পরেই দর্শনা সরকারি কলেজ মাঠে মহাসমাবেশ স্থলে হাজারো মানুষের উপস্থিতি জানান দেয় দর্শনা বাসীর একটা চাওয়া পূরণ হয়েছে। এর পর দর্শনা সরকারি কলেজ মাঠ “স্বারাষ্ট্রমন্ত্রীর আগমন-শুভেচ্ছা স্বাগতম” শ্লোগানে মুখরিত হয় ও সেই সাথে মাননীয় স্বারাষ্ট্রমন্ত্রী মহাসমাবেশে উপস্থিত হয় এবং মঞ্চে আসন গ্রহন করেন। ফুলদিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম। জঙ্গি,সন্ত্রাস ও মাদক বিরোধী মহাসমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অত্র সমাবেশের মাননীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। এর পর বক্ত্যব্য রাখেন দর্শনা পৌরসভার সম্মানিত মেয়র জনাব মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব আলী মুনসুর বাবু। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী মহাসমাবেশের মধ্যমনি, দর্শনা থানার উদ্বোধক ও প্রধান অতিথি স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। তিনি দর্শনার মানুষের উপচে পড়া উপস্থিতিতে আপ্লুত হন। তিনি দর্শনা বাসীর কাছে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি দর্শনা থানা মাদকমুক্ত রাখার প্রত্যয়ে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। সেই সাথে দর্শনার আররেকটি প্রণের দাবি দর্শনাকে উপজেলা হওয়ার ব্যাপারে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বিক বিবেচনা করে এটাও একদিন পূরণ করবেন। এবং আন্দুলবাড়িয়া বর্ডার প্রান্তরে আন্দুল বাড়িয়া তদন্তকেন্দ্র স্থাপনের ব্যাপারে ডি আইজি মহাদয়কে বিশেষ নির্দেশনা দেন। মহাসমাবেশ মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মনিরা পারভিন। এরই মাঝে ৯০ জন মাদক সেবক ও মাদক ব্যবসায়ীরা স্বারাষ্ট্রমন্ত্রীর নিকট আত্বসমর্পণ করেন। এর পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ এর বিপিএম (বার) ডি আইজি জনাব ড. খঃ মহিদ উদ্দিন। ঝিনাইদাহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল এমপি। আরও বক্তব্য রাখেন দর্শনা থানা প্রতিষ্ঠার অগ্র পথিক চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মোঃ আলী আজগার টগর। তিনি দর্শনা থানাকে মাদকমুক্ত রাখার অঙ্গিকার করেন। চুয়াডাঙ্গা ০১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন)। তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দল করতে পারলে করবেন নয়তো নায়। ঐ কর্মীর দরকার নাই, যে কর্মী বিপদে পাশে থাকবে না। তাই আমাদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করতে হবে। সার্বিক সঞ্চালনায় ছিলেন এ এসপি উর্মি।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com