এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকালে বগুড়া সদরের গোকুল রংধনু আইডিয়াল স্কুলের আয়োজনে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। তিনি বলেন, মেধা বিকাশের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। আমাদের সন্তানেরা যত বেশি শিক্ষিত হবে দেশ তত উন্নত হবে৷ দেশ উন্নত হলে জাতী উন্নত হবে৷ জাতীর উন্নয়নের মাধ্যমে আমরাও উন্নত জাতী হিসাবে বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াতে পারবো। বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে৷ তিনি কোমলমতি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষক/শিক্ষীকা মন্ডলী সহ অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তোফাজ্জল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মতিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম ,গোকুল ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম,ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, সাজেদুল ইসলাম সুজন,রফিকুল ইসলাম সাজু,নজমল হোসেন মজো। উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত) শিক্ষক ফরিদ উদ্দিন,গোকুল টিএন বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিঃ সোহেল আহম্মেদ,বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ,জেলা যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ স্মরন,যুবলীগ নেতা সাফিউল ইসলাম স্বপন,মেহেবুব মিতু,মাসুদ পারভেজ,শ্রমিকলীগ নেতা শফিকুল ইসলাম আপেল,অত্র স্কুলের সহকারী শিক্ষক গোলাম রব্বানী,রবিউল ইসলাম,মিনাজুল,শ্রাবন আহম্মেদ মজনু,তরুন কুমার মন্ডল,সাগর হোসেন,জান্নাতুল ইসলাম,রিক্তা বানু,নিলুফা ইয়াছমিন,আনিকা তাহসিন ভাষা,নিশা আক্তার,আইরিন,শামিমা আকতার নিপা,মুক্তাফিয়া নূরী,সুমি খাতুন,জেমি আক্তার,রিমা খাতুন,সাম্পা খাতুন, সহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।