এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ শুক্রবার বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গোকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম কার্যক্রম গতিশীল করার লক্ষে ইউনিয়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ৭নং ওর্য়াড কমিটি গঠন করা হয়। গোকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সরকার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ পরিবহন ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জিয়া,সদর থানার এস আই আব্দুল মালেক, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম, মোছাঃ তহমিনা বেগম,আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে ৭ নং ওর্য়াড কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্ঠাঃ ইউপি সদস্য মোঃ জাকির হোসেন,আলহাজ্ব শাহজাহান আলী,আবু বক্কর সিদ্দিক,শাহজাহান আলী দুলা মিয়া,এ এস এম ইকবাল ফেরদৌস। সভাপতি আব্দুর রাশেদ,সহ-সভাপতি মিল্লাত হোসেন,সাধারন সম্পাদক আলী আযম রাজন,দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজ্জাক,মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ তহমিনা বেগম,সদস্য এস আর বিপ্লব,মেহেদী হাসান মুন, আবু জাফর,রুমা বেগম,সিমা বেগম।