Logo




বগুড়ার কলোনীর কুখ্যাত টপটেরর মিনকো বন্দুকযুদ্ধে নিহত এলাকায় আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

 নিজস্ব প্রতিবেদক এস আই সুমনঃ বগুড়া শহরের কলোনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ কমপক্ষে ১৫ মামলার আসামি কবির হোসেন মিনকো দু’দল দুষ্কৃতকারীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। আজ (১০/৩/২০২০) মঙ্গলবার রাত দেড়টার দিকে বগুড়া শহরের মালতীনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় প্রচন্ড গোলাগুলির শব্দ শুনে জেলা পুলিশ বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী,সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম বদিউজ্জামান,জেলা গোয়েন্দা ডিবির ওসি আসলাম আলী(পিপিএম) সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে কলোনি এলাকার মিনকো হিসেবে সনাক্ত করে। তার পিতার নাম আজিজুল হক, ঠিকানা চক ফরিদ কলোনি। পুলিশের রেকর্ড পর্যালোচনা করে তার নামে ১৫ টির অধিক মামলা পাওয়া যায়। জোড়াখুন, খুন,চাঁদাবাজি,অস্ত্র এবং মারাত্মক জখমের অভিযোগে এ মামলাগুলো রেকর্ড হয়েছিল বলে পুলিশের নথিসূত্রে জানা যায়। সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশকিছুদিন জেল খেটে মাস চারেক আগে বের হয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর এবং শাজাহানপুর থানায় ৬ টি জিডি এন্ট্রি হয়েছিল বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি এবং একটি অত্যাধুনিক বার্মিজ চাকু উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এসএম বদিউজ্জামান জানান।বিকালে কলোনি বাজার এলাকায় আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com