শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌর মেয়র এর সহযোগিতয়া দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন প্রমুখ।