স্টাফ রিপোর্টার: শনিবার (১৪ মার্চ) বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। পোষ্টার, ব্যানারে ছেয়ে আছে পুরো বাজার এলাকা। জাঁকজমক ভাবে চালানো হয়েছে নির্বাচনী প্রচারণা। যেন নির্বাচন ঘিরে এক উৎসব চলছিল। ব্যবসায়ী বাজার সমিতির নির্বাচন ঘিরে এমন আয়োজন উপজেলার কোথাও এখন পর্যন্ত দেখা যায়নি। এমনকি পুরো বগুড়াতেও এমন আয়োজন দেখা যায়নি। পুরো উপজেলা বাসী তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। মোট চার’শ ভোটার রয়েছে। তারা চারটি বুথে ভোট দিবেন।মোট সাতাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন যুবলীগনেতা নাদিম প্রামাণিক। গতবারও তিনি এই কমিটির সভাপতি ছিলেন। নাদিম প্রামাণিক বগুড়া শহরের বর্ধিত ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করবেন ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম। সহকারি নির্বাচন কমিশনারের দাঁয়িত্বে থাকবেন আমিনুর রহমান। এছাড়াও নির্বাচন কমিশনারের দাঁয়িত্ব পালন করবেন, এ্যাড. একে এম রেজাউল হক রজব, একে এম পান্না মিয়া, শফিকুল ইসলাম, এম আর ইসলাম রফিক ও রফিকুর ইসলাম নান্নু।প্রসঙ্গত, এই বাজার সমিতির সভাপতি ছিলেন জেলা যুবলীগ নেতা মজনু প্রামাণিক । এক সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। এ হামলায় মজনু প্রামাণিকের ভাতিজা যুবলীগনেতা নাহিদ হাসানকেও খুন করা হয়েছিল। পরে সমিতির সহ-সভাপতির দাঁয়িত্বে থাকা নিহতের ছোট ভাই যুবলীগনেতা রঞ্জু প্রামাণিক সভাপতির(ভারপ্রাপ্ত) দাঁয়িত্ব পালন করেন। রঞ্জু প্রামাণিক শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দাঁয়িত্বে থাকাকালীন তিনিও এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। পরবর্তিতে তাদের ভাতিজা যুবলীগনেতা নাদিম প্রামাণিক সভাপতি হন।